ভেল্কিবাজি
-তাম্বুল রাতুল
হে অবনী,হে হরিণী ধরণী
তোমায় রাখিয়া ফেলে,
আমি যে যাইব চলে;
পরমেশ যে ডাকিছে আমায়।
হে ভার্যা,হে তনজা,হেই লেড়কা
চল মোর সাথে
চল সবাই আজি
কেউ তো নয় রাজি।।
দুনিয়া কি ভেল্কি
গতর সতর উল্কি
নিশাপুরীর কল্কি
তবু মাজিয়া ভাজিয়া সাজিয়াছ তুমি
নতুন বউয়ের পালকি।
হে অবনী,হে হরিণী ধরণী,
মজিয়া তোমায় করিয়াছি ভুল
কিভাবে শুধিব আমি,সে ভুলেরই মাশুল?
হে দয়াময়,দয়া কর একচুল,
পারি যেন দিতে পারি,পুলসিরাতের পুল।।