এনেছিলে সাথে করে, স্বল্পদৈর্ঘ্য প্রীতি
দিয়ে গেলে ডালি ভরে, পূর্ণদৈর্ঘ্য স্মৃতি
চন্দ্রবদন মুখ,পদ্মলোচন চোখ,ঘাড়খানি একটু বাঁকা
'পাখির ডানায় স্বাধীনতার সুখ' বদন জুড়ে আঁকা।
ক্ষণিকের মাঝে,নিরুপম সাজে,বনে গেলে প্রিয়জন
ছলাকলা ভুলে,হিয়ার বাঁধন খুলে,কেড়ে নিলে হৃদয়-মন।
তোমার শহরে,প্রতীক্ষার প্রহরে,বসে আছি আমি
হাসিমুখ ভরে,হৃদয়ের তরে,বলে যাবে তুমি
বিনিময়ের খাতায়,সময়ের পাতায়,লিখে যাবে এক চরণ
ভালবাসি তোমায়,ভালবাসি তোমায়,এই জীবন-মরণ।
যুগ-যুগান্তরে,প্রতীক্ষার প্রহরে,বসে আছি আমি
কোন এক বিকেলে,সূর্যের আড়ালে,দেখা দিবে তুমি
হৃদয়ের ক্যানভাসে,জীবনের অনুপ্রাসে,এঁকে যাবে তোমার ছবি
যাব তোমায় ভালবেসে, কবিতার উদ্ভাসে,আমি এক মরমী কবি।
যুগ যুগ ধরে,প্রতীক্ষার প্রহরে,কেঁদে মরি দিনরাত
ঝড়ের মত এসে,আজাদী শাহজাদীর বেশে,ধরবে দুটো হাত
সাক্ষী হয়ে থাকবে আকাশ,থাকবে যমিনযুঁথি
তোমার ভালবাসাতেই শেষ নিঃশ্বাস,জীবনপ্রদীপ সাথী।