চাইনা অন্ন,চাইনা বস্ত্র,চাইনা ত্রাণের ভিক্ষা
শর্বর মগজে দাও রোশনাই দীক্ষা,
আমার সন্তান যেন পায়,মানুষ হওয়ার শিক্ষা।
নেতার আড়ালে সেজেছ বিক্রেতা
জনগণকে ভাবছ গনতন্ত্রের ক্রেতা।
ভোটার চাওনা,ভোট চাও
বৈঠা ছাড়া নৌকা বাও
বৃক্ষ চাওনা,অরণ্য চাও
আজব নীতি কোথায় পাও?
হে নেতা তুমি ঘোষণা দাও
তোমরা সবাই প্রমোদধ্বনি গাও।
আমার নেতা,আমার ভ্রাতা
মানুষ কর,হে বিধাতা।
ঘুম ভেঙে জেগে উঠ
ডুব দিয়ে ভেসে উঠ
অন্যায় ছেড়ে ন্যায় ধর
শান্তির পথে জীবন গড়।
নতুন দিনের নতুন নেতা,
বজ্রকন্ঠী স্বাধীনচেতা।
মম বাঙালী আমজনতা,
খুঁজছি তোমার রুদ্র কবিতা।
দুন্দুভি বাজিয়ে,রনভেরী সাজিয়ে,এগিয়ে যাও সামনে
হৃদয়মন নাচিয়ে,সমাজটাকে বাঁচিয়ে,ভিত গড় আত্মসম্মানে।
মানুষ হয়ে ফিরে আয় তোরা
মরণের পথে বেঁচে আছিস যাঁরা।