জীবনের বাঁকে বাঁকে জেকে বসে আছে, আজ মিথ্যার চোরাবালি

শুনতে চাই না আমি, তোমার সত্যের জোড়াতালি।

ওরে ও বাঙালী,ওরে ও বাঙালী।

ইতিহাস,ইতিহাস তুমি দুর্ভিক্ষ দেখেছ,দেখেছ সমুদ্রের জলোচ্ছ্বাস

দেখনি তুমি বিবেকের সংকট,দেখনি মনুষ্য শকুনের উল্লাস।

ইতিহাস,ইতিহাস তুমি ক্ষমা কর আমায়

  গড়তে পারিনি সোনার মানুষ

  সভ্য হয়নি তোমার নারী-পুরুষ

  চারপাশে যত শুনি,হিংস্র ধ্বনি

তবু স্বপ্ন দেখি,ধ্বংস হবে তোমার শোষক শ্রেণী।

ইতিহাস,ইতিহাস তুমি লিখে রাখ

  আমি কতরাত ঘুমাতে পারিনি

.. তোমার হিংসা মিশানো দুঃস্বপ্ন আসবে বলে।

ইতিহাস,ইতিহাস তুমি চোখ বন্ধ কর

তোমার দুলালী আজ,সন্ধ্যার আঁধারে ঘুরতে পারে না

রাস্তার মোড়ে মোড়ে,বসে আছে শহর জুড়ে,সব হায়েনার দল।

ইতিহাস,ইতিহাস তুমি ভুলে যাও আমায়

অসহায় আমি,কাপুরুষ আমি

তোমার পাতায় ঠাঁই চায় না আমি।