একুশ মানে তোমার মুখের হাসি,
একুশ মানে তোমার মুখের ভাষা।
একুশ মানে তোমায় ভালবাসি,
একুশ মানে তোমার মনের আশা।
একুশ মানে তোমার চুলের সুবাস,
একুশ মানে তোমার গায়ের স্পর্শ।
একুশ মানে অধিকার,একুশ মানে সহযোগী,
একুশ মানে বুঝতে শেখা,একুশ মানে বুঝতে পারা।
একুশ মানে দেশ,একুশ মানে লড়াই,
একুশ মানে যুদ্ধ,শত্রুকে না ডরাই।