জাপান থেকে আমি নোবিতা
লিখব আমি একটি কবিতা।
পড়ার টেবিলে দিনরাত
খুললো নাতো কবিতার হাত।

ডোরেমন,ডোরেমন,
দাওনা একটা জাদুর খাতা
লিখব আমি দু'চার পাতা।
আমি এখন দারুণ কবি
লিখব সব আজগুবি।

ভয় পায় না জিয়ান তোমায়
সুনিও এখন বন্ধু বলে আমায়।
হৃদয়ে আমার শিজুকা তুমি
বাগান করব তোমার জমি।
শিজুকা,এখনো আমায় ভালবাসো?
কবিতা পড়ে একটু হাসো।

হে রে নোবিতা,লিখবি ক্যামনে কবিতা?
নাইতো কোন জাদুর খাতা,
নাইতো কোন গ্যাজেট ছাতা।
বিন্দু-বিন্দু মিললেই রেখা,
এতই সহজ কবিতা লেখা?

ডোরেমন তুই কুমড়ো-পটাস
দেখতে চাইনা তোর মুখ খটাশ।
তোর মত সেক্রেটারি,
নাই কোন দরকারী।
খুলে দিলাম তোর ব্যাটারী,
শেষ তোর কারবারি।

চলো শিজুকা হারিয়ে যাই
বনে-বাদাড়ে ঘুরে বেড়াই।।