কিসের বড়াই কর রে মন

দুনিয়া তোমার নয়তো আপন

মরলে তুমি জাগবে না

এই ধারণা করো না।

সূর্য সন্ধ্যায় ডুবে গেলে

আবার সকালে জেগে উঠে

কবরে তুমি ঘুমিয়ে গেলে

আত্মা তোমার জেগে উঠে।

দিতে হবে হিসাব-নিকাশ

গোমর যে সব হবে প্রকাশ।

হাত পা তোমার দিবে সাক্ষী

বাদ যাবে না কোন পাপী।

সময় থাকতে তওবা কর

ইবলিস শয়তান ছুড়ে মার

দোস্তি ছেড়ে কুস্তি ধর

গরিমা ছেড়ে চরিত্র গড়।

আজান হলে সালাত পড়

মিথ্যা ছেড়ে ঈমান গড়।