পাতায় পাতায় পড়েছি ইতিহাস,হয়নি কখনো দেখা
তোমায় যতই দেখেছি আশরাফ,হিয়াধরে এঁকে গেছে এক রক্তকমল রেখা।
চলে গেলে তুমি,রেখে গেলে ইতিহাস
ক্ষমতার মোহত্যাগে কলিযুগে তুমি এক অনুপ্রাস।
নির্লোভ রাজনীতির তুমি নির্লিপ্ত নেতা
দুর্নীতির বেড়াজালে তুমিই বিজেতা।
স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে ফেলে গেলে উৎকোচ
ব্যক্তিত্বের স্বচ্ছতায় করতে নাক সংকোচ।
পত্নীশোকে সম্রাট সাজাহান বানাল তাজমহল
ব্যক্তিশোকে কেন কোষাগারের টাকা,জাগে মোর কৌতূহল।
পত্নী আরোগ্যে রাষ্ট্র যখন দিতে চাইল টাকা
আশরাফ তখন বেচে দিল বনানীর বাড়িখানা পাকা।
সাজাহানের চেয়ে বড় সম্রাট তুমি আশরাফ
জনগনমনের মাঝারে রেখে গেলে ইনসাফ।
বাংলাদেশের প্রাক্তন রাজনীতিবিদ সৈয়দ আশরাফ ভাই স্মরণে লেখা।