স্নিগ্ধতা,
যেন ভোরের এক ফোঁটা শিশির বিন্দু।
মুগ্ধতা,
যেন সকালের এক টুকরো আলোর ঝিলিক।
স্বাচ্ছন্দ্য,
যেন একটুখানি হাওয়ায় ভাসা মেঘ।
মলিনতা,
যেন নদীর পাড়ে জাগা কাশফুল।
দুর্লভতা,
যেন পাহাড়ের শীর্ষে থাকা ঘাসের ছোঁয়া ।
অস্পষ্টতা,
যেন বৃষ্টিতে ধুয়ে যাওয়া চোখের জল।
শূন্যতা,
যেন উদাস মনের আরেক নাম।
পূর্ণতা,
যেন অপরের সুখে সুখী হওয়া মানুষের হাসি।