আমি রাগ করেছি ভারি
তাই তোমার সাথে আড়ি
তুমি সন্ধ্যেবেলা গোলাপ নিয়ে
পৌঁছাবে তাড়াতাড়ি।

তোমার লাল গোলাপের
সুবাসেতে, রাগ কমবে তাই
নীল শাড়িতে ঘুরতে যাব
দূর এক অজানায়।

তোমার সুখ দুঃখে পাশে থেকে
তোমার সঙ্গী হতে চায়।
একসাথে লড়াই করব
বল নেবে কি আমায়?

আমি সকাল সন্ধ্যে অপেক্ষাতে
থাকবো চুপটি করে,
সময় পেলে আমায় তুমি
নিও আপন করে।