অন্তর রক্তাক্ত
ফোটে না তো কথা,
বিষাক্ত তীর হেনেছে বুকে
কত জ্বালাতন আর ব্যথা।
চারিদিকে হৈ হৈ সব
সফলতা যখন চাপা,
মানুষেদের বুলি ফোটে আর
ব্যর্থতার কন্ঠ কাঁপা।
মানুষের সফলতা শুধু
টাকা আর জীবিকাতে,
মানুষ্যত্বের দাম নেই এখন
বন্ধ সব ধর্ম আর জাতে।
মেধাবীদের পরিচয় তার
পরীক্ষার ফলাফলে,
সত্যের জয় পিছিয়ে গেছে
মিথ্যা আগে যায় চলে।
সহস্র সময় কেটে যায় শুধু
নিরবে নিষ্প্রাণে,
মনের কথা মনেই থাকে
ফুটে ওঠে তা গানে।
চলছে চলুক যতদূর হয়
সাদামাটা জীবনে,
রাত্রি শেষে দিনের আলোয়
দেখা হবে কোনো স্থানে।