দল ছিল মোর ইস্কুলেতে মাত্র নয় জনের,
বলতো কথা ইচ্ছেমত প্রাণ জুরিয়ে মনের।

সেথায় ছিল কান্না-সুখ-অট্টহাসির মিলন,
চলতো ভালোই হেলে দুলে, হাটতে খেলতে জীবন।

শুরু হতো দিন বাজতে বাজতে রতন কাকুর ঘণ্টা,
দাঁড়িয়ে যেতাম পিটির লাইনে, জুড়িয়ে যেত মনটা।

দাঁড়িয়ে সবাই তাল মিলিয়ে গাইতো জাতীয় সংগীত,
ভেসে আসতো মাঝে মাঝে বেসুরা রিমিক্স গীত।

সময় সামান্য পেরিয়ে হতো শ্রেণি শিক্ষকের প্রবেশ,
নাম ডাকা হবে,"চুপ হও সব" এটায় তাহার আদেশ।

তাহারি মাঝে ফিসফিসিয়ে বলতো কথা কন্যা,
যেই না শেষ নাম ডাকা,শুরু হতো হৈ চৈ-এর বন্যা।

এক বেঞ্চে বসতাম মোরা রোজই সাতজন,
জাগা না পাওয়ায়, খারাপ হতো বাকি দুজনের মন।

শিক্ষকেরা বলতেন মোদের দুটো বেঞ্চ দিতে জোড়া,
দুজনকে না দেখায়, বলতেন- "বেঁচে আছে কি তারা!!"

ক্লাস পালিয়ে লুকাইতাম মোরা পাশের টয়লেটে গিয়ে,
কেউ কেউ আবার মাঝ ক্লাসে ঢুকতো, পিছন দর্জা দিয়ে।

এত কিছু হলো তবে হয়নি কখনো স্কুল পালানোর সুযোগ,
কেটে ছিল মোদের ভালোই সময়, নিয়ে সামান্য দুর্যোগ।