খুশি না কেউ তার নিজ নিজ অবস্থানে
তা হোক ছোট আর বড়!
ছোটরা চাই বড় হইতে আর বড়রা চাই
আগের জীবন ফিরে পেতে।

সামর্থ্য থাকে না যখন বয়স থাকে
সামর্থ্য থাকলে শেষ বয়স।
রাত যেমন জানে না উজ্জ্বলতার প্রকোপ,
দিন জানে না রাতের আঁধারের প্রশান্তি।

ক্ষুধার্ত মানুষ জানে না বিলাসিতা কি,
জানে না ভালো থাকা কি-
তাদের বিলাসিতা শুধু তাদের কল্পে।

মুখস্থবিদ্যা-ই শিক্ষার্থীদের বর্তমান
পরীক্ষায় অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পরেও,
সমাজের একটা প্রশ্নের কাছে
হেরে যাওয়া। "এরপর কি করবা?"

বাস্তবতা হলো প্রতি পদক্ষেপে বাধা পাওয়া
ইচ্ছা গুলোকে বাস্তবরূপ দিতে না পারার ব্যর্থতা,
দিন শেষে সবার ব্যর্থতা মুখ নিয়ে ঘরে ফেরা-
এবং- ভাগ্যের দোষ দিয়ে আরেকদিনের সমাপ্তি।