কতোদিন হলো কবিতা লিখি না
কবিতা আসেও না
বাস্তববাদী হয়ে গল্পকার হওয়া গেলেও
কবি হওয়া যায় না
ওটাতো আবেগের বিষয়
এদিকে আবেগ নিয়ে থাকলে যে জীবন চলে না ।
কবিতা আসে খানিক একা থাকলে
প্রযুক্তিতো কবেই দূর করেছে একাকিত্তের যন্ত্রনা
আজ তোমায় নিয়ে এক জীবন কাটিয়ে দিয়ে ভাবি
সত্যিই তুমি আমার কিনা ?
তখন কবিতা আসে না।
চলেগেছ বলে চোখে জল আসার আগেই
যখন কেউ পিঠ চাপকে উস্কে দেয় নতুন কারো প্রতি
তখন কবিতা আসে কি?
যখন ভালবাসা জ্যমেতিক
মাপে গড়-মিল হলেই ভূল সবিভূল
তখন কবিতা অপ্রতুল।
অভিসারের কথাগুলো শুনে শিহরন জাগার আগেই
যখন তার সত্যতা যাচাইএ ব্যস্ত
তখন কবিতা আসে না ..
এখন অন্যের কাব্যে খুঁজি নিজের আঁকুতি।।