জানি তুমি কাছে আছ।
আজও তোমাকে ভালোবাসি।
কতবার বলেছি একথা,
তবু মনে হয় কিছু রয়ে গেছে বাকি।
হারিয়ে ফেলেছি, সেই আকুলতা,
সেই শিহরণ!
সব পাওয়ার আনন্দে,
হারিয়ে গেছে সেই অনুভব!
তোমার বিহনে ব্যাকুল হতো যে মন,
আজ বুঝি চাহিদাই জীবন!
এ ভালবাসায় আছে শুধু কামনা।
আকুল হৃদয় চায় সেই ভালবাসা,
যেখানে নেই কোনো বাসনা।
আজও বিছানায় শুয়ে একই চাঁদ দেখি,
সেখানে তোমার প্রতিবিম্ব আর আসে না।
শুধু তুমি দ্যাখো আমাকে, আমি দেখি তোমাকে!!!