অপেক্ষায় বসে থাকা,
প্ল্যাটফর্মে একা...
ট্রেন আসতে ঢের দেরী।
পাশে এসে বসে এক কিশোর হকার।
কাঁধের ঝোলাতে লজেন্সের বয়াম,
আর হাতে একটা ছোট্ট পুতুল
মুঠো করে ধরা।
কৌতুহলে জানি, সে পুতুল কিনেছে
একখানি, আদরের ছোট বোন
খুশি হবে তাতে।
বড় ভালবাসে তাকে....

অপরাহ্ন বেলা।
হৈ হৈ করে এলো,
স্কুলের ছেলে মেয়ে, রঙিন স্কুলব্যাগ কাঁধে।
ভালো লাগে শৈশবে ফিরে যেতে।
হঠাৎ কিশোরের প্রশ্নে সম্বিত ফেরে
আচম্বিতে।
_'কাকু, ইসকুল ব্যাগের দাম কত জানো? '
ঘুম ভাঙে যেন....
কিশোর বুঝি স্কুলে যেতে চায়,
হকারি ছেড়ে।
প্রশ্ন করি__' কেন? '
বোনটাকে কিনে দেব, ও পড়বে ইসকুলে।
__আর তুই?
হাত রাখে লজেন্সের বয়ামে,
বলে__ও ইসকুলে যাবে,অনেক বড় হবে।  

একটা মেল ট্রেন চলে গেল দ্রুত গতিতে,
আমি উদাস হই..
কিশোর হেঁটে চলে ধীরে, মুঠোয়
তার ভালোবাসা।
দূরে দেখি, একা আমগাছ,
জংলী লতার সাথে ভারী সখ্যতা,
বেঁচে থাকে ভালোবাসায়।

এখনও ভালোবাসা আছে,
ভালোবাসা আছে।