লিখছি আমি তখন এখন।
গিন্নী আসেন যখন তখন।
তখন প্রেমে হাপুস হুপুস,
এখন প্রেমে ঝাপুস ঝুপুস!
আসতে তখন মৃদু পা'য়।
থাকত সাথে বসন্ত বায়!
শুনলে এখন পদধ্বনি,
মনের মধ্যে বিপদ গণি।
প্রেম আমার তেমনি আছে,
একটুখানি বদলেগেছে।
খেয়েছি যদি মিষ্টি তখন,
ঝালটা চেখে দেখি এখন।
আগে ছিলে লজ্জাবতী নারী।
এখন রণচণ্ডী মূর্তিধারী।
বুঝলাম আমি বয়সকালে,
শিব কেন থাকে পদতলে।