এগিয়ে যাওয়া বিজ্ঞান আর প্রযুক্তির দৌলতে,
বোতাম টিপে এক নিমেষে বিশ্বজগৎ আজ হাতে।
এতো সুখেও তবু যেন ফাঁক থেকে যায় কোথাও।
যন্ত্র-সুখের আহ্লাদে আজ আবেগ-সুখ উধাও।
পিওন দিতে আর আসে না নতুন বৌ এর চিঠি।
বুকের ভিতর লুকিয়ে খাম,
কপালে তার বিন্দু ঘাম।
সেই শিহরণ পাবে কোথায় খুঁজি?
এখন যে মেসেজ আর হাই-হ্যালোতেই খুশি।
কাঁপিয়ে পাতাল, ঝাঁকিয়ে মাটি,
উড়িয়ে ধোঁয়া চলছে গাড়ি।
পরিবেশ যাচ্ছে চুলোয়,
দোষ কি তাতে ভারী?
দেখছি না আর শালিক, চড়ুই,
শঙ্খচিল আর ফিঙে!
যাক্ না ওরা, কলের পাখি
নিয়ে আসব কিনে।
উড়বে পাখি রিমোট দিয়ে,
ডাকবে সুরে সুর মিলিয়ে।
শুনছি নাকি, চাঁদে এবার হবে বসতবাড়ি।
থাক্ না ওটা চরকাবুড়ির, মিছেই বাড়াবাড়ি।
খিদের জ্বালায় অনাথ শিশু ঘুরছে পথে ঘাটে।
বিজ্ঞানভাই করো কিছু, যাতে ওদের খিদে মেটে।
ওই দ্যাখো, ফেরালে যে মুখ!
ওদের কষ্টে হয় না কি দুখ্?
হাসছো যে খুব! ভাবছ আমি তারকাটা!
না, বন্ধু, 'তারকাটা' নয়, আমি ভীষণ ঠোঁটকাটা!!