'অবাধ্য হোয়ো না কখনোই'
মনে রাখা, 'যে সয় সে রয়'।
সামনে দেখে পথ চলা,
ডাঁয়ে বাঁয়ে যা হচ্ছে হোক।
সহ্য শক্তির বাড়বাড়ন্ত...
সইতে সইতে চামড়া মোটা,
আঘাত হৃদয়ে পৌঁছায় না _
শৈশব- শিক্ষায় বেশ আছি।
অনেক প্রশ্নের ঝড়ে বদহজম!
অগত্যা সকাল সন্ধ্যায় প্রাণায়াম।
সর্বহারার রক্তে কেন ইমারত?
সব উত্তর পাই ম্যানুফেস্টো পড়ে ।
সংবিধানের চোখ বাঁধা আইন ;
কানা মাছির মত ঘুরে ঘুরে মরে!
প্রশ্ন করলেই চলে শাসন...
চোখ বাঁধা আইনের কাঁচকলা!