পিঠের বোঝার ভারে ন্যুব্জদেহ।
বেঁচে থাকার অদম্য ইচ্ছা!
আশা নেই, আকাঙ্ক্ষা নেই,
নেই দিশা।
জীবন বৃত্তে শুধুই ঘুরে চলা...
ওরা কারা?
কেন, কিছু নেই ওদের?
চাঁদ আছে, সূর্য আছে, বায়ু আছে।
যা কিছু ছোঁয়া যায় না, সব ওদের।
যা কিছু পার্থিব, নেই তাতে
অধিকার।
অধিকার বুঝি কেড়ে নিতে হয়!
বেঁচে থাকার যুদ্ধে অসম লড়াই!
অসম লড়াই এ ক্ষত বিক্ষত প্রতিদিন।
জঠর জ্বালার যন্ত্রণায়,
বিস্ফোরিত প্রতিবাদী দু'চোখ__
জলন্ত কিন্তু নীরব!
লড়াই এর ময়দানে হারে ওরা,
চিরটাকাল।
দিন বদলের স্বপ্ন ওদের চোখে।
ইচ্ছাশক্তি সম্বল করে,
ওরা বেঁচে থাকে যুগ যুগ ধরে...