সুখের জন্য মরিস মিছে,
সুখকে তুই ফেলিস পিছে।
গাড়ি বাড়ি গয়না গাটি,
ভাগ হলো ভিটে মাটি।

সম্পর্ক সব ছিন্ন হলো,
তবু কেন উদাস বলো।
সবই ছিল সুখের ছল,
নিজেই নিলে হলাহল।

সুখ কখনো একার নয়,
সবার মধ্যে সুখটা রয়।
আনন্দ তাই সবার মাঝে,
উতলা মন সেটাই খোঁজে।

ঠাটবাটে জীবন যাপন.
এরা কেউ নয় আপন।
দুঃখের সময় সব ফাঁকা,
নিজেকে তুমি পাবেই একা।

মায়ের আঁচল ঘোচায় দুখ্ ।
এটাই যে তোমার সেরা সুখ!