যাই ভেসে আজ ইচ্ছে ডানায়,
পূব আকাশের শেষ সীমানায়।
রাঙিয়ে আকাশ, উঠবে বলে
সূর্য সাজে লাল জামায়।
উড়ে যদি যাই চলে আজ
সাগর দিঘির মাঝখানে।
যেথায় ভ্রমর - সাপে পদ্মবুকে
করছে খেলা একসনে।
মনের নেশায় উড়তে যে চাই
শাল, শিমুল আর পলাশ বনে।
বাতাস মুখর হয় সেখানে
সাঁওতালি আর বাউল গানে।
ভাটির গানে মন ভরাতে,
উড়ছি যখন নদীর বুকে,
কে যেন এসে বলল কানে,
দেখবে নাকি দুঃখটাকে?
কষ্টে যারা জীবন কাটায়,
পথের ধারে ঝুপড়ি গুলোয়।
জীবন যাদের মিশে থাকে
অনাদরে পথের ধূলোয়!
বিবেক জ্বালায় ভুলটা বুঝে,
ইচ্ছে-সুখ গেলাম ভুলে।
ইচ্ছেডানা খুলে রেখে,
নেমে এলাম মাটির কোলে।