রাত এখন আর অন্ধকার নয।
সভ্যতার নিয়ন আলোয় ঝকমকে ।
রাতের অন্ধকার আমার ভালো লাগে।
আকাশের উজ্জ্বল নক্ষত্র হাতের কাছে।
তে়ঁতুল গেছে শিকারী পেঁচার দৃষ্টি ।
ঝোঁপে শিয়ালের জ্বল জ্বলে চোখ ।
শিকারের আশায় ওঁৎ পেতে থাকে ।
রাতের চাঁদ, তারা মিটিমিটি হাসে।
এখন শিকারী রাজপথে খুল্লাম খুল্লা ।
যখন ইচ্ছা হয় তাদের শিকার ধরে ।
চিৎকার চাপা পড়ে সভ্যতার হর্নে।
নগরী ব্যস্ত থাকে সভ্যতার নামে।
ভগ্ন শিব মন্দির এখনো রয়ে গেছে।
বটের শিকর বেঁধেছে তাকে আষ্টেপৃষ্ঠে।
স্তরীভূত মৃত্তিকার যদি কর খনন।
পাবে সভ্যতায়, অসভ্যতার নিদর্শন।