জানি, সামনে এগিয়ে চলাই জীবন!
পিছন ফিরে তাকাতে নেই।
না-বলা কথা যন্ত্রণা দেয় আজ ;
অখণ্ড অবসরে ফিরে ফিরে আসে।
অঞ্জলিকে দেখেছিলাম পূজা মণ্ডপে।
প্রতিমা দেখিনি, তাকেই দেখছিলাম।
কিশোর মনে অদ্ভুত ভালোলাগা!
'ভাললাগা' ভাললাগা হয়েই রইলো,
সাহস হয়নি তাকে বলার।
অনেক কথা বলার ছিল তোমাকে।
কাজের আছিলায় শুনতে চাওনি।
সযত্নে এড়িয়ে গেছো...
হয়ত বলতে চেয়েছ, 'থাক্ না অনুভবে'!
না-বলা কথা থেকেই যায়...
একটা মৃতদেহ চলে গেল খই ছড়াতে ছড়াতে।
উড়ো খই ভাসতে ভাসতে ..
হয়ত এভাবেই মিলিয়ে যায় সবকিছু!
অনেক উঁচু দিয়ে একটা উড়োজাহাজ নিজ গন্তব্যে।
পিছনে রেখে গেল সাদা সরলরেখা!