ছোটবেলার রূপকথারা
হারিয়ে গেছে সময় স্রোতে।
কল্পনার পরীরা সব
ডানা মেলে দূর অজানায়।
মধ্যরাতের নীল পরী আজ
নীল শহরের পথে পথে।
রাজকন্যাকে মুক্তি দিতে,
রাজপুত্র আসে না পঙ্খীরাজে।
কংক্রিটের এই বেড়াজালে
কন্যারা আজ বিপদমুখে!
সবই আছে আগের মতো,
একটু যেন উল্টো সুরে...
শকুণির পাশার চাল আজ
রাজনীতিকের হাতের ঢাল।
বিভীষন আজও আছে,
মির্জাফরও অন্য রূপে।
বিশ্বাস আজ হাঁপিয়ে মরে
অবিশ্বাসের ধূম্রজালে।
দৌপদীর বস্ত্রহরণ আজও বহাল।
ভীম ভাইরা ব্যস্ত হাতে
আখের গোছায় মুখটি বুজে!
প্রতিবাদ শুধুই মোমবাতিতে!
কলম আমার পাজি ভীষণ,
সব কথাই উল্টো লেখে।
ক্ষোভগুলো সব জড়িয়ে আছে,
নীলকন্ঠের জটাজালে।
অপেক্ষা শুধু ভগীরথের...
মহাপ্রস্থানের পথে
সারমেয়ই থাকবে সাথে...