দশ মাস মাতৃ জঠরে লালিত তুমি।
ভূমিষ্ঠ হয়ে অবাক হলে পৃথিবীর রূপে।
নবারুনের আলোয় আলোকিত
হলে তুমি।
মুগ্ধ নয়নে দেখলে, বৃক্ষরাজি, ফুল,
পাখির সহাবস্থান...
এক অনাবিল আনন্দে হলে
মাতোয়ারা।

জীবনের সরোবরে, সমাজের পাঁকে,
পদ্ম হয়ে ওঠোনি তুমি।
ধর্মের কানাগলিতে আবদ্ধ মন
দিশেহারা।
মানুষে মানুষে ভেদাভেদ তখনই!
নিত্য নতুন ভোগের আনন্দে উন্মত্ততা,
অজান্তেই কলুষিত করল
তোমার হৃদয়।
ছিন্নভিন্ন হলো তোমার মানবতাবোধ।

হৃদয়ে কি লালিত ছিল সুপ্ত বাসনা?
আজ জীবন সায়াহ্নে
শঙ্খচিলের ডানায় বসে,
ফিরে যেতে চাও প্রকৃতির মাঝে।
বোঝনি,
কখন ভোগ এসে চুরি করে নিয়ে গেছে  
তোমার কাঙ্খিত সুখ।