বন্দি পাখিকে শেখাতে ভাষা,
ফন্দি এঁটেছো দারুন খাসা!
তার সামনে দোলালে লঙ্কা,
দূর হয় তোমার আশঙ্কা!
লোভে পাখি 'মামী', 'ড্যাডি' বলে।
জিতলে ছলে বলে কৌশলে!
অজান্তে ভুলে আপন ভাষা,
তোমার হাসিতে তার হাসা।
খাঁচা ছেড়ে উড়ে যায় শেষে।
ফিরে এসে নিজ দলে মেশে।
বলে চলে যত ছিল কথা,
বুঝল না কেউ তার ব্যথা।
অন্যের ভাষাকে ভালবেসে,
গর্ব খর্ব হলো অবশেষে!