সমুদ্রের ঢেউ প্রবল উচ্ছাসে
ভাসিয়ে দিতে চায় পাড়ের সব কিছু।
শুধু বালুতট ভিজিয়ে রেখে ফিরে যায়
শান্ত মনে।
মধ্যাহ্নের সূর্য, ধরে রাখতে চায়
তার যৌবনের উত্তাপ..
তবু নরম আলোয় ঢলে পড়ে
সন্ধ্যায়।
গোধূলির আলোয় গাছের ছায়া
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়...
চেষ্টা করে আমাকে স্পর্শ করতে,
ছোঁয়ার আগেই মিলিয়ে যায়
নিকষ অন্ধকারে।
উদ্বেলিত যৌবনে বারবার চেয়েছি
তোমায়।
বারবার ভেঙেছি আমি...
আজ জীবন পথের শেষে,
স্বপ্নে তুমি ধরা দাও যখন...
ছুঁতে পারিনা কিছুতেই।
কোথায় যেন মিলিয়ে যাও ছায়ায় মতো।
হারিয়ে যাই আমি নিঃস্বতায়।
শুধু চোখে থেকে যায়,
এক ফোঁটা অভিমানী জল!!