অনেক দিন পর
বসন্ত উৎসবে দেখলাম তোমায়।
আবির রঙে রাঙা হয়েছিলে ।
ইচ্ছে করছিল দু'হাত ভরে ফাগ
মাখিয়ে দিই তোমার গালে...
সংযত করেছি নিজেকে।
তোমাকে স্পর্শ করতে চাইনি।
চল্লিশ বসন্ত পার করে এসেছ,
আজও তুমি চিরনূতন।
না-বলা কথারা, এখনও তোমায় ঘিরে
স্বপ্ন দেখে!
যে চিঠি লিখেছিলাম, অথচ
দিতে পারিনি...
তা আজও যত্নে অমলিন
যে গোলাপ দিতে গিয়ে ফিরে এসেছি...
সেটা শুকনো হয়ে রয়ে গেছে
ডায়েরির ভাঁজে।
চিঠি, গোলাপ _ওরা যত্নেই থাকবে।
না-বলা কথারা অনুরণিত হোক
অন্তরে, আজীবন।
এ প্রেম একান্ত আমার!
তুমি জানবে না কোনোদিনও,
কেউ তোমাকে ভালবেসেছিল।
শুধু দূর থেকে রাঙিয়ে দিলে আমায়!