আসছে রাজা দুলকি চালে।
পিছনে তার চামর দোলে।
বসলো রাজা সিংহাসনে,
আমড়াগাছির কথা শোনে।
রাজা বললে" মন্ত্রী, শোনো-
রাজ্যে হাসি বন্ধ কেনো?
মনে হচ্ছে পাচ্ছি যেন
অন্য কোথাও গন্ধ কোনো!
আমার খুশি প্রজার খুশি,
হোক সে কামার কিংবা চাষী।"
মন্ত্রী বলে, "রাজা চায়নি
এতোটুকুও কিছুই বেশি।
তোমরা সবে ফিরিয়ে দাও
তার মধুর মিচকে হাসি।"
সভাসদরা হুকুম মেনে
হাসলে বেশ বেদম হাসি!
বুড়ো মন্ত্রী হাসতে গিয়ে
দিলে ফালতু বিষম কাশি!
মনে মনে ভাবছে সবাই,
আরে ব্বাবা হচ্ছেটা কি?
রাজা কি জানে কথার মানে
আমাদের যে যাচ্ছেটা কি!
সেদিন এলে, ঘুচবে কালো
চালাকি আর জারি বা জুরি।
অট্টহাসি হাসবে সব,
মুকুট যাবে তো গড়াগড়ি।