ধূসর জীবন, প্রদোষকালে থমকে দাঁড়ায় যখন,
রং মুছে যাওয়া হলুদ ছবি আঁকতে বসেছি তখন।
সর্বহারার ছবি এঁকেছি কবিতার ক্যানভাসে,
কারণের সাথে করেছি সমঝোতা।
জীবন খাতায় শুধু গোঁজামিল আর মেকি মানবতা।
চোখ থাকতেও গান্ধারী সেজে আপোষ করেছি যত
বুঝিনি তখন বেড়েই গেছে হৃদয়ের কত ক্ষত।
সুখের আশায় করেছি অকারণ দিনপাত ।
কলুষ সমাজে আমি আজ ঠুঁটো জগন্নাথ।
অসুখের নিঃশ্বাসে আজ সুখের দহন।
তাই বুঝি হৃদয়ে অবিরত রক্তক্ষরণ।