কবির কথায় সবাই রাজা।
রাজত্বটা কোথায় বেশ!
মন্ত্রী চলেন জেড প্লাসে,
তোমার কেন নাঙ্গা বেশ?
সমান সমান কথার কথা,
ঝড় উঠলে উড়বে চালা।
মনের জ্বালা লুকিয়ে রেখে,
তুমিই এখন পুড়ে শেষ!
পাঁকের উপর পদ্ম ফোটে।
সেই পদ্মের কদর কত।
ঘুলিয়ে পাঁক ধরবে বোয়াল,
সেই মানুষের আশায় থাকা।
প্রজাতন্ত্র দিবসটা ঠিকই,
'সারে জাঁহাসে আচ্ছা' - ফাঁকি!