ঝরা পাতার শব্দ শুনি আজ.....
মনে জাগে বুঝি আমার বিদায় ধ্বনি।
আবার আসবে নব কিশলয় নিয়মের হাত ধরে।
শুষে নেবে প্রশ্বাস বায়ু,
ফিরিয়ে দেবে নির্মল বাতাস আবহে....
শান্ত ছায়ায় পথিক জিরিয়ে নেবে ক্ষণকাল।
পৃথিবী ঘুরে চলে একই তালে..
কত প্রলয়ের পরে, আবার সাজায় নিজেকে, এ যেন সৃষ্টির কাছে তার অঙ্গীকার।
এই সুন্দর পৃথিবীকে দেখার জন্য,
সূর্য আলো দিতে করেনি কার্পণ্য।
চাঁদ তার মায়াভরা আলো নিয়ে চুপি চুপি নেমে এসে মাটিতে,
জড়িয়ে রাখে মমতাভরা আদরে।
নদী আবর্জনা বুকে নিয়ে নিজস্ব গতিতে এগিয়ে চলে দুই পার উর্বর করে।
এ সব শুধু আমারই জন্য।
সব উজার করে দিয়েছে পৃথিবী কিন্তু আমি???
নিয়েছি সবই, দিইনি কিছুই।
ঝরা পাতার মত ঝরে যাবো যখন,
তোমার বুকের গভীরে রেখে দেবে আমার অবশেষ, আমার যত গ্লানি ।