মাটির তলায় গড়েছ
পরমাণু অস্ত্র ভান্ডার।
অন্তরে বইছে ফুটন্ত লাভার স্রোত।
হৃদয়ে জমেছে এত গরল,
মন্থনেও তা হয়না অমৃত!
মানুষে মানুষে এতো বিদ্বেষ...
তবে কি প্রলয় নিশ্চিত!
আবার হয়ত...
আদম-ইভ জ্বালাবে চকমকি ।
মানবতা আজ পড়ে আছে
হৃদয়ের এক কোণে,
পরমাণুর মতো, হয়তো নিষ্ক্রিয়!
এসো কবি, এখনও সময় আছে,
হাতে হাত রেখে ভেঙে ফেলো মনের বেড়া।
টুটে যাক্ সীমান্তের যত কাঁটাতার।
তোমার করস্পর্শে হৃদয়-অন্দরে
ঘটুক পরমাণু বিষ্ফোরণ।
বিষবাষ্প নয়, শুধু নির্গত হোক সেই ধ্বনি।
যে ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে বলবে,
এ দেশ আমার নয়, তোমার আমার।
এই পৃথিবী তোমার আমার।
পৃথিবী শান্ত হোক......