আমরা বাঙালি কিংবা অবাঙালি,
কেউ তো ভারতীয় হতে পারিনি।
লক্ষণরেখা পেরোতে ভীষণ ভয়।
ভাবনা চৌহিদ্দির মধ্যেই সীমাবদ্ধ।
সত্তর বছর পার করা কম কথা নয়!
তবু শক্ত হাতে রাশ ধরলে কই?
গান্ধারীর মতো চোখ ঢেকে রাখলে!
সন্তানদের অনৈক্য চোখ এড়িয়ে গেল!
অযোগ্যের হাতে আলাদিনের প্রদীপ।
ঠাণ্ডা ঘরে বসে পঞ্চবার্ষিকি পরিকল্পনা।
বি. পি. এল. কার্ডে লেখা গরীবের ভাগ্য।
ইউনিভার্সিটির সার্টিফিকেটে মেধা স্বীকৃতি!
গলায় কাঁটা হয়ে শিক্ষিতের তকমা!
ভাগ্য ঝোলে পাঁচশালা বন্দোবস্তে!