পুজোর ফুল কেনার জন্য
দোকানে এসেছি।
সুবেশা ছেলেমেয়েরা
সাজানো গোলাপ কিনছে।
গোলাপের দিনে ভালবাসার
উপহার!
অনুভবটা কেন আমার মনে
আলোড়ন তুলছে!
একটা গোলাপ কিনব কিনব
ভাবছি কিন্তু পারছি না।
লজ্জা না কি লোকলজ্জা,
এই বয়সে.....
যাতে বোঝা না যায়,
চারটি গোলাপ কিনলাম।
দোকানীর তির্যক হাসি
চোখ এড়ালো না।
অদ্ভুত একটা ভালোলাগায়
গোলাপ হাতে বাড়ি ফিরলাম!
'ও' অবাক হয়ে আমার দিকে
তাকিয়েছিল।
ফুল গুলো ফ্লাওয়ার ভাসে
গুঁজে দিলাম।
রাতে ঘুম এলো না গোলাপ
দিতে না পারার যন্ত্রণায়!
মনের মধ্যে একটা শিহরণ,
কাল প্রপোজ ডে।
ভোরের স্নিগ্ধ আলোয়
বললাম, 'আমি তোমাকে ভালবাসি।'
ওর চোখ বেয়ে দু'ফোঁটা মুক্ত
ঝরে পড়ল ।
সব পাওয়ার আনন্দ
হৃদয়ে দোলা দিয়ে গেল!!