নীল আকাশে পেঁজা তুলোর মেঘ,
পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে আছে।
সুন্দর একটা দৃশ্যপট তৈরী হচ্ছে।
পরমুহূর্তেই কোথায় যেন অদৃশ্য!
সুন্দর ক্ষণের আগেই মিলিয়ে যাওয়া।
বঁড়শিতে গাঁথা মাছটা পাড়ে উঠল না।
সুতো ছিঁড়ে কোথায় পালিয়ে গেল।
অনিন্দিতাকে বলেছিলাম কাছে থেকো,
বেকারত্বের জ্বালা একদিন ঠিক ঘুচবে।
কথা রাখেনি, কোথায় হারিয়ে গেল।
স্কুলের ছাত্র সরল মনে প্রশ্ন করেছিল,
লেখাপড়ায় কি সত্যি মানুষ হওয়া যায়?
প্রশ্ন থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম।
অথচ বোধ আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে।
তাকে যতই তাড়াই, কিছুতেই পালায় না।