শততম কবিতায় কলমের আশা,
উন্মুক্ত হোক যত চিন্তার বেড়াজাল!
জমে থাকা ব্যথা কি লাভার স্রোত?
অনুভবে কেন তবে ফল্গু বয়ে যায়!
ঝড়ে অসহায় আজ নীড় ভাঙা পাখি।
'পাখির নীড়ের মত' যে তোমার চোখ!
উল্টো ঘোরাতে চাই আমি কালের চাকা ;
তোমার কোমল হাতে যেন রশি বাঁধা!
দূরে, আলস্য ভঙ্গ করে কাঠঠোকরা;
ঠোঁটের আঘাতে বার করে আনে কীট।
বহু কীট বাস করে আজ সমাজ বাকলে।
সবুজ সমাজ ফিরে এসো কবিতায়।
কবিতা আমার হয় হোক ছন্নছাড়া ;
নাইবা থাকলো ছন্দ-জাদু, অন্তমিল;
পাখির ঠোঁটের শক্তি আসুক কলমে,
ঘৃণ্য সমাজের বাকল করি উন্মুক্ত!
কবিতা আমার হোক লাঙলের ফলা:
বঞ্জর সমাজের বুকে জাগাক প্রাণ।
লেখনী হোক ফালি-চাঁদের মত কাস্তে ;
নিমেষে ছাঁটুক সে, সমাজের জঞ্জাল।।