ঐ মেয়েটা কোনো দিন তুলসীতলায়
প্রদীপ জ্বালাতে পারবে না,
নিদান দিয়েছে সমাজ।
সেদিন তোমরা শুনতে পাওনি
তার করুণ আর্তনাদ!
আজও সমাজ একই রকম ভাবে চলে।
ধর্ষকরা ছাড়া পেয়েছে ছলে বলে কৌশলে!!
ওরা কারা???