এখনও কি তুমি তেমনই আছ?
অজান্তে জানলা খুলে আমায় দেখ,
আগের মত?
এখনও কি আমায় খোঁজো,
আজ যখন অনেক দূরে আছি।
বড্ড জানতে ইচ্ছে করে....
তোমার কাজল কালো চোখ
এখনও কি আশ্রয় খোঁজে
আমার চোখে চোখ রেখে?
দোলের দিনে রঙ মাখিয়ে দিলে,
এখনও কি আগের মতই
রাঙা হও আমার কথা ভেবে!
এখনও কি মিষ্টি হাসি হাসো,
আমায় ভালোবাস?
পাগল হও কি, আমার দেখা
না পেলে?
কি করে রাখতে পারো বন্দি করে
তোমার করুণ ভালোবাসা,
হৃদয় পিঞ্জরে!
বড্ড জানতে ইচ্ছে করে...
হয়তো বদলে গেছো তুমি,
সময়ের হাত ধরে....
অন্য কোথাও দিয়েছো
নিজেকে উজার করে।
তবু, একবার এসো, শুধু
একবার....
এসো আমার অনুভবে আলোড়ন তুলে।
অবাধ্য আমার মন বারবার
ফিরে পেতে চায় সেই ক্ষণ,
বুকে নিয়ে সেই অনুরণন....