প্রেম সাগরে ভাসিয়েছি তরী,
সুন্দরী জীবন সাথী সাথে।
সাগরের ঢেউয়ের মত
উত্তাল উদ্দাম হতে চেয়েছি
তার প্রেমে।
পৃথিবীর যত সুখ-বৈভবে ঠাসা
আমার তরী।
তবু.....
ছন্দ পতন ঘটায় পুরনো সে স্মৃতি।
যা ছিল মনের অন্তরালে,
নিঃশব্দে নীরবে।
মন-তরীর পাল বুঝি ছিঁড়েছে আজ।
আমি তো সুখী....
তবু মন বলে বারেবারে__
যে প্রেম তুমি চেয়েছিলে,
তা ফেলে এসেছ অবহেলে।
কৈশোরের সে প্রেম বুঝি না
আজও কেন টানে!
মনে পড়ে সেই সেদিনের কথা,
মুখোমুখি দুই ভীরু চোখ
লজ্জায় মাথা নত করে।
যৌবনের প্রাক্কালে__
কত ছবি এঁকেছি তার,
আমার মনের পাতায়।
জানি না কেন, সেই লজ্জাবনত
দুই ভীরু চোখ আনমনা করে
আমাকে, এত বৈভবের মাঝেও।