রাতের অন্ধকারে দিশাহীন পথচলা।
কোথায় চলেছি জানা নেই।
যে আলো জ্বেলেছিলাম চকমকি ঠুকে,
সেই আলোকে, কেন এতো ভয়?
নিশাচর প্যাঁচা অবাক দৃষ্টিতে।
মেঠো ইঁদুর ভয়ে গর্তের ভিতরে।
সূর্য ওঠার আগে পালাতে হবে।
এ দেশ এখন আমার নয়।
পালাচ্ছি ধর্মের সংঘাতে,
কখনো সাম্রাজ্য বিস্তারের অজুহাতে!
সভ্যতার আলো মেখে অনেক এগিয়েছি!
আর কত অন্ধকার পেরোলে,
খুঁজে পাব মানবতা...