বোকা বাক্সে গিরগিটিদের
রং বদলের খেলা!
উলঙ্গ সভ্যতার উদ্দাম নৃত্য,
পিচ ঢাকা রাজপথে...
রক্ত মাখা ব্যালটে উপচানো বাক্স!
গণতন্ত্রে চলে বুলেটের হুঙ্কার ;
পঙ্কিলতায় ধর্মের ভেদাভেদ...
শকুনের ঠোঁটে মানবতার ব্যবচ্ছেদ!
নীরবতা ভঙ্গ করে সতীত্বের ক্রন্দন!
রক্ত মাখা পায়ে নেতার উল্লাস।
নগ্নতা চাপা পড়ে ফ্ল্যাগের তলায়।
চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হৃদয়;
অন্যায়ের কাছে তবু মাথা নত!
কবির কলমে তবুও প্রেয়সী আসে,
ঘুম ঘুম চোখে নীল আলো মেখে।