দ্বিপ্রহর রোদে দগ্ধ হয় চাষি।
কেদারায় আমি দিব্যি বসি!
কবিতা যোগায়নি নিরন্নের আশা।
দেয়নি বেকারের মুখে ভাষা।
শঙ্খচিল আজও ডানা মেলে ওড়ে।
বেওয়ারিশ পড়ে থাকে লাশকাটা ঘরে।
কফির পেয়ালায় আমেজে সুখে।
গরীবের কথা লিখি কোন মুখে।
আমার ইচ্ছায় কবিতা পরাধীন।
ভাষাকে আমি করেছি অধীন।
বোঝদার দাও যত হাততালি।
হাতড়ে বেড়াই মনের চোরা গলি।
কবিতা আমার প্রেমের ইন্দু।
এড়িয়ে চলে সে দুঃখের সিন্ধু।
তবুও লিখে চলি বস্তা বস্তা।
জানি উই পোকা করবে খাস্তা।
অথবা সিলভারফিসের নাস্তা।
কবি হওয়া কি এতই সস্তা।