পিছন থেকে একটা কানফাটা আওয়াজ।
আমি ছিটকে পড়লাম মাটিতে।
পাঁজরের কাছে প্রচণ্ড যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি।
আচ্ছন্ন অবস্থায় শুনলাম, আমার গুলি লেগেছে।
আচ্ছা, আমি তো এখনও বেঁচে আছি!
আমায় কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছে না!
শিড়দাঁড়া দিয়ে একটা ভয় নেমে গেল।
ওরা কি আমার মৃত্যুর জন্য অপেক্ষায়!
কে যেন চেঁচিয়ে সাংবাদিকদের ডাকছে।
আমার ছবি কি টিভিতে দেখানো হবে?
বুদ্ধিজীবিরা দু'দলে ভাগ হয়ে, আমার মৃত্যু নিয়ে কাটা ছেঁড়া করবে!
ওরা আমার বাড়িতে খবর দিচ্ছে না কেন?
আমি শেষ বারের মতো, বৃদ্ধ বাবা মা,
আর আমার ভালবাসার জনকে দেখতে চাই।
তোমরা কি বুঝতে পারছ না, এখনও আমি বেঁচে!
চোখের সামনে স্মৃতিগুলো কেমন আবছা।
প্রিয়তমা তোমাকে নিয়ে টাইগার হিলে
রক্তিম সূর্যোদয় দেখা আর হলো না।
শুধু একটিমাত্র বুলেট আমাকে
রক্তে রাঙা করে দিলো।
আমার চোখের ওপর অন্ধকার নেমে আসছে।