মনপাখি আজ উতলা ভীষণ!
ভাঙতে সে চায় খাঁচার বাঁধন।
যখন এ মন উদাস থাকে,
ঘুরে বেড়ায় বাউল বেশে।
কখনো বা প্রেমিক সেজে,
ফিরতে যে চায় যৌবনেতে।
আবেশি মন মাতাল তখন,
প্রথম প্রেমের পরশ পেতে।
বিদ্রোহী-মন ভাঙতে যে চায়,
আজব দেশের নিয়ম কানুন!
দিতে সে চায়, কানটি মুলে,
যারা ধর্মের নামে বিভেদ করে।
ইচ্ছে করে পাল্টে দিতে সমাজটাকে,
ঘুরিয়ে দিয়ে রথের চাকা,
উল্টো দিকে।
দেখতে সে চায়,
কেমন করে নিঃস্ব মানুষ,
এই সমাজের জোয়াল টানে।
প্রতিবাদী মনটা আমার,
থাকতে না চায় কবির পাতায়।
দিই খুলে আজ মনের খাঁচা...
যা উড়ে তুই আকাশ মাঝে,
ইচ্ছে মতো...