কর্মীরা আজ ব্যস্ত ভীষণ,
মৌচাকেতে ভরতে মধু।
কে কতটা বাহবা পাবে,
আজই বুঝি হিসাব হবে।
মধুর খোঁজে বনবাদারে,
ক'জনের প্রাণ বেঘোরে গেল,
নেই প্রয়োজন জানার কোনো।
হিসেব শুধুই বোকাবাক্সে ।
মধুটাই লক্ষ্য আসলে।
ওত্ পেতে তাই মধু শিকারী।
আজ যে মধু তোমার কাছে,
এক নিমেষেই অন্য হাতে।
কোহিনূর আজও একই আছে,
কেবলই ঘোরে হাত বদলে।
রাজপ্রাসাদে ময়ূর কাঁদে,
সিংহাসন খোয়া গেছে।