সারাদিন থাকি কবিতায় মেতে,
কটু কথা জোটে তাই কপালেতে!
কারো কবিতায় হাসি খিলখিল।
অনেকেই খোঁজেন ছন্দের মিল।
কেউবা আবার চাকে মারে ঢিল।
কারো যে চাই শুধুই অন্তঃমিল।
আধুনিক কবিতা রূপকে ঠাসা।
শব্দের জাদুতে হয় তারা খাসা।
কোনো কবি শূন্যে ছুঁড়ে দেয় কিস্।
কারো গালে পড়ে, কেউ করে মিস্।
কেউ আবার ভীষণ ঠোঁটকাটা!
কবিতা কারো দুঃখের ঘনঘটা।
শনিবার ভোর, দুরুদুরু বুক!
দশে থাকলে পাই দারুণ সুখ।
যেই না এসেছে মাথায় দু'কলি,
গিন্নি যে ধরায় বাজারের থলি!
কবিভাই, দাওনা একটা ফন্দি,
কবিতায় গিন্নি হয় যেন বন্দি!!