কবিতার পাতায় চার ফেলেছি,
অপেক্ষায় থাকি ফাতনা নড়ার।
রুই কাতলা খালি ঠোক্কর মারে,
রাঘব বোয়াল আর আসে কই?
পুকুর এখানে গভীর ভীষণ,
বহর বাড়ানোর সুতোয় টান।
ছড়ার কবিতায় মাতিয়ে দেব,
অমন লেখা আমার সাধ্যে নেই।
আধুনিক কবিতার মশলা খুঁজি,
সে যে সাবলীল মনিরের জিম্মাতে।
ভাবছি যখন লিখব 'ক্লেরিহিউ',
সেটাও বুঝি মুজিবেরই দখলে।
ব্যঙ্গে গোপাল করেন মাত্।
সেখানে আমার কাজটা কি?
মনিরুজ্জমান গীতি কবিতায়,
আমার জন্য রইলো কিবা?
শপথের দারুণ সনেট,
আমি শুধুই গুনি কমেন্ট!
ছন্দ যদি থাকে কবিতায়,
কবীর এসে ধরবে ভুল।
গভীরতাটাই মাপি আগে,
থাকতে হবে ভীষণ কুল!
** কবিতার স্বার্থে কয়েকজন শ্রদ্ধেয় কবির নাম ধরে সম্বোধন করেছি বলে আমি ক্ষমা প্রার্থী।