কবিগুরু, তুমি বলেছিলে '' উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত"।
বাংলার যৌবন আজ জেগেছে। রাস্তার
মোড়ে মোড়ে, যৌবনের
প্রবল উচ্ছাস।
ফাটাপ্যান্ট, চোখাজুতো, কানে দুল,
ঘাড় কমানো চুলে এরা আজ
উত্তাল উদ্দাম।
বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের ভাষায়
এরা কথা বলে না।
এরা এক নতুন ভাষা 'বাংরেজী' তে
কথা বলে।
এরা অতীত মানে না, ভবিষ্যত ভাবে না,
অতি বর্তমানে গা ভাসিয়ে চলে।
চায়ের কাপ হাতে সমাজ বদলের কথা বলে,
অন্যায়ের সাথে আপোষ করে চলে।
এরা কি সত্যিই নেই রাজ্যের বাসিন্দা?
রবি ঠাকুরের দেশে, বাংলা ভুলে শেষে,
হাই - হ্যালোতেই মেশে।
শুধু ' ডাল-ভাত পথ্য করে' চলে না এদের।
'' হুইস্কি সোডা, মুরগি মর্টন '' নিত্য সঙ্গী ওদের।
বাংলার যৌবন জেগেছে.....
শুধু তুমি দেখে গেলে না!!!